WB Weather Kalboishakhi Update : পশ্চিমবঙ্গজুড়ে গরমে অতিষ্ঠ জনজীবন কিছুটা স্বস্তি পেতে চলেছে। কারণ, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর তাণ্ডব সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনিবার (১৩ এপ্রিল) থেকে। এই বৃষ্টির ফলে যেমন গরম থেকে সাময়িক মুক্তি মিলবে, তেমনি কিছু কিছু জায়গায় ক্ষয়ক্ষতির আশঙ্কাও থাকছে।

wb weather kalboishakhi update

দক্ষিণবঙ্গের আবহাওয়ার চিত্র

কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদীয়া ও মুর্শিদাবাদ—এইসব জেলাগুলিতে শনিবার থেকে শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কিছু কিছু জায়গায় দমকা হাওয়ার গতি ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস। বৃষ্টির পাশাপাশি আকাশ মেঘলা থাকবে, এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির পরিমাণ আরও বেশি হতে পারে। বিশেষ করে পার্বত্য এলাকায় প্রবল বৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে। প্রশাসন ইতিমধ্যেই কিছু জায়গায় সতর্কতা জারি করেছে এবং পাহাড়ি এলাকার বাসিন্দাদের সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কৃষকদের জন্য সতর্কতা ও পরামর্শ

এই বৃষ্টিপাতের ফলে কিছু এলাকায় কৃষিক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। আগাম কাটা ধান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কৃষকদের বলা হচ্ছে, যতটা সম্ভব মাঠ থেকে ফসল আগেভাগে সংগ্রহ করে নেওয়ার জন্য। এছাড়াও বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।

মৎস্যজীবীদের প্রতি নিষেধাজ্ঞা

দক্ষিণবঙ্গ উপকূলে দমকা হাওয়ার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার ও রবিবার দুই দিনই বঙ্গোপসাগর উত্তাল থাকবে বলে জানানো হয়েছে। উপকূলবর্তী এলাকায় সতর্কবার্তা জারি করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

SBI Bank Youth Fellowship : তরুণদের গ্রামে কাজের দারুণ সুযোগ, মাস গেলে পাবেন ১৬ হাজার অন্যান্য সুবিধা

পরবর্তী পরিস্থিতি কেমন হবে?

আবহাওয়ার পরিবর্তন রোববারের পর থেকে কিছুটা স্থিতিশীল হতে পারে। তবে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আংশিক বৃষ্টি চলতে পারে। ফলে নাগরিকদের উচিত প্রতিদিনের আবহাওয়ার আপডেট দেখে বাইরে বের হওয়া। শহরাঞ্চলে জলজট বা যানজটের সম্ভাবনা থাকায় সাবধানে চলাফেরা করতে হবে।

আমরা প্রতিনিয়ত নতুন নতুন খবর নিয়ে আসি। আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আনরা পাঠকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট দিয়ে থাকি

প্রধানমন্ত্রীর স্কিম, মাসে পাবেন ৮,০০০ টাকা! অষ্টম পাশে ১৫-৫৯ সকলের জন্য সুযোগ – PMKVY Scheme 2025

By Team jsspucw

Team jsspucw is an experience content writer in various niches. We deliver content related to news of any kins. In writing, if there is any mistake done by us, Please Forgive us.